আইসিটি বিভাগে স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ উদযাপন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে উদ্যাপিত হলো স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা ও পরামর্শ ক্রমে মঙ্গলবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ার প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় বলে জানিয়েছেন আইসিটি বিভাগের গণমাধ্যম মুখপাত্র শহীদুল আলম মজুমদার।
তিনি জানিয়েছন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন-এর নেতৃত্বে আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন দপ্তর এবং সংস্থা সমূহের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এতে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশের উন্নতি, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।







